ট্রুডোর বাসভবনে ঢুকতে যাওয়া সেনা সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

0
28
Prime Minister Justin Trudeau holds a press conference at Rideau Cottage amid the COVID-19 pandemic in Ottawa on Thursday, May 21, 2020. THE CANADIAN PRESS/Sean Kilpatrick

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে অস্ত্রসহ এক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে।

কানাডা পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের অফিশিয়াল বাসভবনের কাছাকাছি এলাকায় অস্ত্র নিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিলেন সেনাবাহিনীর ওই সেনাসদস্য।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি এদিন ভোরে একটি গাড়ি ফটক ভেঙে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন তিনি।

একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে পায়ে হেঁটে সরকারি বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। তবে কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে আটকে দেয় টহল পুলিশ।

ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদের সরকারি বাসভবনে ছিলেন না বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তদন্ত শেষে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here