পৃথিবীর মানচিত্রে ‘অষ্টম মহাদেশ’!

0
0

ডেস্ক রির্পোট: নতুন এক মানচিত্র তৈরি হচ্ছে বিশ্ববাসীর জন্য। সেই মানচিত্রে যোগ হচ্ছে নতুন একটি মহাদেশ। ভাবছেন এই অষ্টম মহাদেশ কোত্থেকে জেগে উঠল? বিজ্ঞানীরা বলছেন এই মহাদেশটি সমুদ্রের তলদেশে অবস্থিত। নতুন এই সম্ভাব্য মহাদেশের নাম জিল্যান্ডিয়া।

এই মহাদেশটি অস্ট্রেলিয়ার পূর্বে নিউজিল্যান্ডের ঠিক উত্তরে। বিজ্ঞানীদের দাবি অনুসারে, এই মহাদেশ প্রায় আড়াই কোটি বছর আগে সমুদ্রে ডুবে যায়। মানচিত্র দেখে বোঝা যায়, অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়ার মাঝের একটি ছোট অংশই শুধু ডুবে যায়নি। আর ওই জেগে থাকা অংশই এখনকার নিউজিল্যান্ড দেশ।

নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এর সম্ভব্য মানচিত্রও তৈরি করে ফেলেছেন। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান জিএনএস সায়েন্স এই বিষয়টি নিয়ে কাজ করছে। জিএনএস সায়েন্স সংস্থা অষ্টম মহাদেশের মানচিত্রটি সামনে তুলে ধরে এনেছেন।

১৯৯৫ সাল থেকেই এই জিল্যান্ডিয়া মহাদেশ নিয়ে গবেষণা করে আসছেন তারা। একাজে নিয়োজিত দলটির নেতৃত্ব দিচ্ছেন নিক মর্টিমার। তিন বছর আগে ২০১৭ সালে গবেষণা সম্পূর্ণ হলেও পূর্ণাঙ্গ মানচিত্রটি তুলে ধরতে পারেননি তারা। এবার সমুদ্রের অতলে লুকিয়ে থাকা অষ্টম মহাদেশের নানা তথ্য সামনে এসেছে।

এখন পর্যন্ত জিল্যান্ডিয়ার অবস্থান সম্পর্কে জানতে এর টেকটোনিক ও ব্যাথিমেট্রিক নকশা প্রস্তুত করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের অনুমান, সেই মহাদেশের আয়তন ছিল ৫০ লাখ বর্গকিলোমিটারের মতো। কিন্তু এর মাত্র ৬% পানির উপরে দৃশ্যমান।

প্রশান্ত মহাসাগরে প্রায় তিন হাজার ৮০০ ফুট গভীরে তলিয়ে গেছে এই মহাদেশ। যদিও লর্ড হাউ রাইজে বলস পিরামিড নামে ওই মহাদেশের একটি পাহাড় সমুদ্রের ওপরে বেরিয়ে রয়েছে। এ থেকেই অনুমান করা যায় যে সমুদ্রের ভেতরে একটা বড় ভূখণ্ড ডুবে রয়েছে। সেটাই অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া।

সূত্র : দ্য বিজনেস ইনসাইডার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here