মুম্বাইয়ে কাজ নেই, বাড়ি ফিরে যাচ্ছেন অভিনয়শিল্পীরা!

0
23

করোনা পরিস্থিতিতে ভালো নেই অনেকে। কাজ হারিয়েছিলেন ফিল্ম-টেলিভিশন দুনিয়ার অনেক তারকা ও টেকনিশিয়ান। পরিস্থিতি এতটাই জটিল যে কেউ কেউ আত্মহত্যা করেছেন, কেউ বা শোবিজের হাতছানি ছেড়ে ফিরছেন নিজ শহরে।

কলকাতার এই সময় জানায়, কয়েকদিন আগেই স্বপ্ননগরী মুম্বাইয়ে কাজের অভাবে শেষ পর্যন্ত নিজের হোমটাউনে ফিরে যেতে বাধ্য হন অভিনেতা শার্দুল কুণাল পণ্ডিত। এবার একই পথ ধরলেন তারই সহকর্মী করণ খান্ডেলওয়াল। তিনিও মুম্বাই ছেড়ে কেরালায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

করণ হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখে। সিদ্ধিবিনায়ক, সাথ নিভায়েঙ্গে সাথিয়া ও হ্যায়ওয়ানের মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “মুম্বাই দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গা। আমি যেখানে থাকি সেখানেও ব্যাপক হারে করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। আমি প্রয়োজনীয় কোনও জিনিস এমনকী খাবারও জোগাড় করতে পারছি না। তার মধ্যে আমার রোজকার খরচ চালানোও দুষ্কর হয়ে উঠেছে।”

মুম্বাইতে কয়েক বছর ধরে থেকে নিজের কাজের সংস্থান করেছিলেন করণ। কিন্তু করোনার লকডাউনে কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারেই পানিতে পড়েছেন তিনি। সে কারণে প্রায় ১৪০০ কিলোমিটার গাড়ি চালিয়েই ফিরে যান কেরালার বাড়িতে।

করণ বলেন, “লকডাউন শুরু হওয়ার আগে থেকেই আমি বাড়ির সাহায্য পেয়েছি। কয়েকটা ওয়েব শোতে কাজ করে টাকা পেয়েছিলাম। আমার এখনো অনেক প্রজেক্টের টাকা বাকি রয়েছে। কিন্তু এখনও ২-৩ মাস কোনও টাকাই পাওয়া যাবে না। তাই বাড়ি ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ।”

এ দিকে শার্দুলও মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ লম্বা পোস্ট করে কাস্টিং ডিরেক্টরদের কাছে নতুন কাজের আবেদন করেছেন। এমনকী যদি সঞ্চালনাও হয়, তিনি রাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here