কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত

0
75

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্তবর্তী গহীন পাহাড়ে কথিত বন্দুকযুদ্ধে আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চার সহযোগী নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন জানান, জেলা পুলিশ ও টেকনাফ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে হাকিম ডাকাতের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে হাকিম ডাকাত পালিয়ে গেলেও তাঁর দুই ভাইসহ চার সহযোগী মারা যান।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here