হজে যাওয়ার জন্য নিবন্ধনকৃত ৬৫ হাজার মুসল্লি তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। কোন হয়রানির সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান তিনি।
ধর্ম সচিব বলেন, টাকা না তুললে তারা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এরআগে গতকাল করোনাভাইরাসের কারণে শুধু সৌদি আরবে বসবাসকারীরাই শুধু স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিতে পারবেন বলে জানায় সৌদি সরকার।
সৌদি গণমাধ্যম জানায়, সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে ২০২০ সালের হজ। স্থানীয়রা অংশ নিতে পারবেন এতে। সৌদি আরবে বসবাসরত অন্যদেশের নাগরিকরাও অংশ নিতে পারবেন। এর আগে ওমরাহ হজ স্থগিত করে সৌদি সরকার। দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।