ভারতে কর্নাটকে স্ত্রীকে হত্যার পর শ্বশুরের সামনেই শাশুড়িকে গুলি করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত আগরওয়াল (৪২) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা আলোড়ন তুলেছে। এই হত্যাকাণ্ডের পরতে পরতে লুকিয়ে রহস্য। জানা গেছে, শুধু ডির্ভোসের মামলাই নয়, সোমবারের ঝগড়ার নেপথ্যে ছিল সম্পত্তিও। কিন্তু ঠিক কী চেয়েছিল অমিত? কেনই বা মামলা চলাকালীন স্ত্রীকে খুন? সেই রহস্য এখনো অজানা পুলিশের।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে প্রথমেই মৃত অমিত-শিল্পীর সন্তানের খোঁজ শুরু করে পুলিশ। একাধিক জায়গায় হদিস না মেলায় শেষে উত্তরপাড়ায় অমিতের দাদার বাড়িতে অভিযান চালায় তদন্তকারীরা। সেখানেই সন্ধান মেলে শিশুটির।
এরপরই জানা যায় যে, সোমবার স্ত্রীকে খুনের পর বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরে প্রথমে উত্তরপাড়া গিয়েছিল অমিত। ছেলেকে সেখানে দাদার কাছে রেখে শ্বশুরবাড়ি আসে সে। সেখানে যাওয়ার পথে জোগাড় করে আগ্নেয়াস্ত্র। এরপরই ডিভোর্সের মামলা ও সম্পত্তি নিয়ে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অমিত। রাগের বশে শাশুড়িকে লক্ষ্য করে গুলি চালায় অমিত। আত্মহত্যা করে নিজেও। তার পকেট থেকে মেলা সুইসাউড নোটের ভিত্তিতে প্রকাশ্যে আসে স্ত্রীকে খুনের তথ্য।
এখানেই প্রশ্ন কেন স্ত্রীকে খুন? ছেলেকে রেখে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেন আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল অমিত? সুইসাইড নোট ছিল পকেটে, যা থেকে অনুমান করা হচ্ছে যে, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই সেখানে গিয়েছিল অমিত। তবে কি মুহূর্তের রাগ নয়, তিনটি মৃত্যুই সম্পূর্ণ পরিকল্পনামাফিক? কিন্তু কেন? স্ত্রীর সঙ্গে কেন বনিবনা হচ্ছিল না অমিতের? আদৌ ডির্ভোস দিতে রাজি ছিল কি অমিত? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
অমিতের শ্বশুরের দাবি, ডির্ভোসের মামলা চলাকালীনই স্ত্রী শিল্পীর বাপের বাড়ির সম্পত্তি নিয়ে অশান্তি করছিল অমিত। কিন্তু ঠিক কী দাবি ছিল অমিতের? সে বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ।
সূত্র- সংবাদ প্রতিদিন।