নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ১৯ জন ভারতীয় নাবিক। করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় নাবিকরা।
আজ মঙ্গলবার নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে স্থানীয় সময় বিকাল ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোর তিনটি, সৈয়দপুর চারটি ও সিলেট একটি করে ফ্লাইট পরিচালনা করছে।