নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। সাবেক এই সংসদ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল (সোমবার) রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর সোমবার সকাল পর্যন্ত শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫০২ জন।