নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। রফিকুল ইসলাম নামের বয়স ৫৬ বছর বয়সী ওই পুলিশ কনস্টেবল রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি বাংলা জানায়, নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় তিনি করোনা আক্রান্ত হন।
এ নিয়ে দেশে মোট ৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর সোমবার সকাল পর্যন্ত শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫০২ জন।