নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লকডাউন বাস্তবায়নের জন্য সব ধরনে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
কবে নাগাদ দক্ষিণ সিটি করপোরেশন লকডাউন বাস্তবায়ন করবে, এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গে লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পরের দিনই আমরা সভা করেছি। লকডাউন কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি। এখন আমরা যে দিনই এলাকাভিত্তিক সিদ্ধান্ত পাব, সে দিন থেকেই… বিশেষ করে আমরা আগে বলেছিলাম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে, কিন্তু বর্তমানে আমাদের প্রস্তুতি অনুযায়ী এর আগেই আমরা করতে পারব। এলাকাভিত্তিক সিদ্ধান্ত পেলেই কার্যক্রম শুরু করব।’
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ‘চলমান প্রকল্পগুলো বেগবান করার জন্য আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। সেগুলো আরো বেগবান হবে এবং সেগুলো আমরা সম্পন্ন করব যথা সময়ের মধ্যে। এরই মাঝে আমরা মশক নিধনের কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ ব্যবস্থাপনার কার্যক্রম কর্মপরিকল্পনা আমরা সম্পন্ন করেছি। আশা করছি ১ জুলাই থেকে এ কার্যক্রম আমরা আরম্ভ করতে পারব।’
তাপস আরো বলেন, ‘এরই মাঝে আমরা নর্দমা পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছি। ঢাকা শহরের যে সব জলাশয় আছে, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং আমরা সেগুলো নিজেদের আয়ত্ত্বে নিয়েছি। যাতে করে পানি নিষ্কাশনটা হতে পারে এবং মশা যেন এখানে প্রজনন ক্ষেত্র হিসেবে বিরাজ করতে না পারে। এভাবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। আশা করি জলাবদ্ধতা নিরসনসহ ৯০ দিনের যে কর্মসূচির কথা বলেছিলাম, সেটা করোনাভাইরাসের মহামারিকালে ৯০ দিনের মধ্যে না পারলেও, অচিরেই এ সমস্যা থেকে ঢাকাবাসী রেহাই পাবে।’
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাপস বলেন, ‘আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। গণমানুষের অধিকার আদায়ের লক্ষে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজকে সরকার পরিচালনায় আছে।’
তাপস বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে এ সংগঠন নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি। গণমানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার। আজ এ করোনাভাইরাসের মহামারিতেও আওয়ামী লীগ সরকার পরিচালনা করে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও অতিক্রম করতে পারব। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’