অবশেষে মুখ খুললেন সালমান খান

0
39

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন ৮ দিন হতে চললো। গত রবিবার (১৪ জুন) বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করেন তিনি। এরপর থেকেই কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বি টাউন ও অন্তর্জালে। অভিনেতার মৃত্যুর জন্য বহু নামি তারকাদের কাঠগড়ায় তুলেছে নেটিজেনরা। তাদের মধ্যে অন্যতম সালমান খান। নেটিজেনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই অভিযোগের তীর ছুড়েছেন ভাইজানের দিকেই।

তবে এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন বলিউড সুলতান। সম্প্রতি এক টুইট বার্তায় নিজের অনুরাগীদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে সালমান লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ কোনও খারাপ ভাষা এবং আক্রমণের জন্য আগ্রাসী হবেন না। ওই কর্মকাণ্ডের পেছনে তাদের আবেগটা বুঝুন। ওর পরিবার এবং ভক্তদের পাশে দাঁড়ান। একজন কাছের মানুষ চলে যাওয়া অনেক কষ্টদায়ক!’

ভাইজানের এই টুইট বার্তা প্রকাশ্যে আসতেই আবারও নতুন করে বিক্ষোভ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায়, নিজের অবস্থান ধরে রাখতে লোক দেখানো কাজ করছেন সালমান।

প্রসঙ্গত, বলিউডের বেশ কয়েকজন তারকা মুখ খুলেছেন সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন পরিচালক অভিনব ক্যাশপ, প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা এবং মডেল পূজা মিশ্রা। অন্যদিকে, সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খান সহ বলিউডের খ্যাতনামা ৮ জনের বিরুদ্ধে বিহারের মুজাফফর নগরের আদালতে মামলা দায়ের করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here