বেশি পরীক্ষা মানেই বেশি রোগী শনাক্ত, কমাতে বলেছিলাম : ট্রাম্প

0
22

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নভেল করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত কর্মীদের উৎসাহ দিয়েছিলেন, যেন তারা শনাক্তকরণ পরীক্ষার হার কমিয়ে দেয়। এমন অবস্থানের পক্ষে ট্রাম্পের যুক্তি, পরীক্ষার সংখ্যা যত বাড়বে, করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যাও আরো বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল শনিবার ওকলাহোমায় নির্বাচনী প্রচারণাকালে সমবেত জনতার উদ্দেশে এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে করোনাজনিত কোভিড-১৯ রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ার বিষয়টি শনাক্তকরণ পরীক্ষার সংখ্যা বৃদ্ধি দিয়েই ব্যাখ্যা করা যায়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চে যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন অবশ্য লকডাউন বেশ শিথিল রয়েছে। ওকলাহোমায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, করোনার শনাক্তকরণ পরীক্ষা হলো ‘শাঁখের করাত’। কেন, সে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘খারাপ দিকটি হলো : যত বেশি শনাক্তকরণ পরীক্ষা করা হবে, তত বেশি আক্রান্ত রোগী খুঁজে পাবেন, রোগীর সংখ্যা বাড়তে থাকবে।’

“তাই আমি বলেছিলাম, ‘শনাক্তকরণ পরীক্ষার গতি কমিয়ে দিন’। ওরা পরীক্ষা করিয়েই গেছে,” যোগ করেন ট্রাম্প।

ট্রাম্পের এমন কথা শুনে সমাবেশে উল্লাসধ্বনি শোনা যায়। তবে ট্রাম্প কি মজা করে কথাগুলো বলেছেন, নাকি আসলেই তিনি এমন কিছু বলেছেন, তা স্পষ্ট নয়।

করোনায় আক্রান্ত ও প্রাণহানি হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি ৭০ লাখ করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here