নীলফামারী প্রতিনিধি: উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২.৬০ মিটার) ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত কয়েকদিন থেকে উঠা-নামা করলেও বিপদসীমা ছাড়ায়নি তিস্তার পানি। শুক্রবার সারারাত পানি বৃদ্ধি পেয়ে শনিবার সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি।
তবে সকাল সাড়ে নয়টা থেকে পানি ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, পানি বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সকাল নয়টার পর থেকে নদীর পানি কমতে শুরু করেছে।
এদিকে নদীতে আকস্মিক পানি বৃদ্ধিতে তিস্তা নদীঘেঁষা নীলফামারীর ডিমলা উপজেলা ও জলঢা উপজেলার কয়েকটি চরগ্রাম সামান্য প্লাবিত হয়েছে। তবে কেউ পানিবন্দি হয়নি বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা।