বাংলাদেশের পণ্য-সেবা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

0
18

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-মার্কিন যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইউএস চেম্বারের যৌথ উদ্যোগে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এক অনলাইন সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানির আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। উভয় দেশের বাণিজ্য সম্পর্কও দীর্ঘদিনের। উভয় দেশের এ বাণিজ্য ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয় অনলাইন সভা।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইউএস চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশের পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ছাড়াও এমসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বেসিস, এলএফএমএবি, বিএপিআই এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিনিয়োগ ও ব্যবসায় সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস চেম্বারের পক্ষে সে দেশের শতাধিক কোম্পানি ও উদ্যোক্তসহ ইউএসটিআর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে যোগদানকারী মার্কিন কোম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগ ও বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ও সেবা আমদানিতে আগ্রহ প্রকাশ করে।

সম্মেলনে কোভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বাভাবিক ব্যবাসা-বাণিজ্য অব্যাহত রাখা, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাপনা সংহত করা এবং বিদ্যমান প্রেক্ষপটে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাময় প্রেক্ষিত বিবেচনায় দ্বিপক্ষীয় বিনিয়োগ ক্ষেত্রগুলো সম্প্রত করা নিয়ে এ অনলাইন সম্মেলন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here