সিনিয়র সচিব হলেন মোহসীন চৌধুরী

0
25

 ডেস্ক রির্পোট: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে। তবে তাকে আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে। ১৫ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ০১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ০৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।

বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। সরকারের এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here