করোনা থেকে পুনরুদ্ধার বিশ্বের ৪০ লাখ মানুষ

0
22

আন্তর্জাতিক ডেস্ক: এখনও প্রতিদিনই রেকর্ড আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। করোনা থেকে মুক্তি পেতে এখনও আবিষ্কৃত হয়নি কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা। তারপরও সাধারণ চিকিৎসা ও ব্যক্তি সচেতনতায় সুস্থ হয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যামতে, এখন পর্যন্ত বিশ্বের ৭৮ লাখ ৫৫ হাজার ৪শ মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। আর আক্রান্ত হয়েও ৪০ লাখ ১৯ হাজার ৪৬৯ জন মানুষ বেঁচে ফিরেছেন। যার হার ৯০ শতাংশ।

তথ্যে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ৩৩ লাখ ৫০ হাজার ১২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৪ হাজার ৭৮ জন। আক্রান্তের হারে যা ২ শতাংশ।

বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত ১১ মার্চ করোনাসংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। যার সবচেয়ে ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, লাতিন আমেরিকা ব্রাজিলসহ কয়েকটি দেশ ও দক্ষিণ এশিয়ার ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here