আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

0
22

ক্রীড়া ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই নিশ্চিত করেন আফ্রিদি। এরপর থেকে আফ্রিদির সুস্থতার জন্য অনেকেই দোয়া ও শুভ কামনা জানিয়েছেন। বাদ পড়েননি বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে মুশফিক লিখেন, ‘আপনার এই খবরটা শুনে সত্যিই অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ আপনাকে রোগমুক্তি দান করুক। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।’

নিজের ফেসবুক ও টুইটারে আফ্রিদি লিখেন, ‘বৃহস্পতিবার থেকেই শরীর খারাপ লাগছিল। শরীরে ব্যথা ছিল। তাই কোভিড-১৯ পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত আমি পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমনের পর থেকে অসহায়-দুস্থদের পাশে থেকে সহায়তা করেছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। পাকিস্তানের গ্রাম-গঞ্জে গিয়ে আর্থিক ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সহায়তা করেছেন তিনি। এমনকি হিন্দু ধর্মাবলম্বি মন্দিরে গিয়ে সেখানকার মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন আফ্রিদি।

শুধুমাত্র নিজ দেশেই নয়, দেশের বাইরেও করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য শামিল হন আফ্রিদি। করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে নিজের ব্যাট নিলাম তুলেছিলেন মুশফিক। সেই ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনেছিলেন আফ্রিদিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here