দর্শকশূন্য মাঠে হলেও এ বছরই আইপিএল হবে : গাঙ্গুলী

0
0

ক্রীড়া ডেস্ক: রুদ্ধদার স্টেডিয়ামে হলেও এ বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে একটি চিঠি পাঠিয়েছেন গাঙ্গুলী।

সেখানে তিনি লিখেছেন, ‘এ বছরই আইপিএল আয়োজন করার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাও করা হবে। আইপিএল-এর দিকে তাকিয়ে রয়েছে- ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়সহ অন্যান্যরা। বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবে।’

ভারত ছাড়া, বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররাও আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আইপিএল খেলার জন্য খেলোয়াড়রা মুখিয়ে আছেন বলে জানান গাঙ্গুলী, ‘শুধু ভারত নয়, বাইরের দেশের অনেকে খেলোয়াড় আইপিএলের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। আইপিএল খেলতে চায় তারা। আমরাও আশাবাদী। বিসিসিআই খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

কিন্তু আইপিএল ভাগ্য ঝুলে আছে টি-২০ বিশ্বকাপের ওপর। এখনও টি-২০ বিশ্বকাপ নিয়ে কোন সিদ্বান্ত নিতে পারেনি আইসিসি। করোনা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্বান্ত নেয়া হবে বলে আইসিসি থেকে জানানো হয়।

আইসিসি সময় নিচ্ছে। আইসিসি সময় নেওয়ায় বিসিসিআইও আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। আইপিএল না হলে প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআইর।

শুধু আইপিএল নয়, দেশের ঘরোয়া ক্রিকেট শুরুর কথাও ভাবছে বিসিসিআই। গাঙ্গুলী লিখেন, ‘দেশের সব প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য আমরা যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। যাতে করে একযোগে সারাদেশে ক্রিকেট ফেরানো যায়। যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথাই ভাবতে হবে আমাদের।’

গত ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট বোতলবন্দি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here