মধুখালীতে ৪ কৃষকের বাড়ি কুপিয়ে লুট করলো প্রতিপক্ষ

0
0

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চর বাঁশপুর গ্রামে রামদা ও লাঠিশোঠা নিয়ে দুই দফা হামলা চালিয়ে চারজন দরিদ্র কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হন।

আজ বুধবার দুপুরে ও মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। জানা গেছে, প্রথম দফায় চর বাঁশপুর গ্রামের দরিদ্র কৃষক মুসা মুন্সি (৪৩), পাঁচু শেখ (৪০), দুলাল শেখ (৭৫) ও মালেক শেখের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এসময় মুসা মুন্সির স্ত্রী রুপালী বেগম (৩৪) ও পাঁচু শেখের স্ত্রী শেফালী বেগমসহ একটি প্রতিবন্ধী শিশুসহ কয়েকজন আহত হন।

আহত শেফালী বেগম জানান, সাবেক মেম্বার আহম্মদ আলী শেখের নির্দেশে তার লোকেরা এ হামলা চালায়। তাদেরকে টেনেহিচড়ে মারপিট করে বাড়িঘর ভাংচুর করে সোনার গয়না, টাকা ও মালামাল নিয়ে গেছে। পরে বুধবার দুপুরে ওই দল আবারও হামলা করে। রুপালী বেগম জানান, মোবাইল ও নগদ টাকার সাথে মেয়ের বিয়ে দেয়ার জন্য তিলতিল করে বানানো গলার সোনার চেইন ও কানের দুলও নিয়ে গেছে।

সাবেক মেম্বার আহম্মদ আলী শেখের সমর্থক সাহিদুল মোল্যা বলেন, মঙ্গলবার বিকেলে ওরা প্রথমে হামলা করে আমাদের তিনজনকে আহত করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here