বোয়ালখালী ইউএনওর করোনা শনাক্ত

0
45

 ডেস্ক রির্পোট: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিআইটিআইডি থেকে প্রকাশিত তালিকায় ইউএনও আছিয়া খাতুনের নাম রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে ইউএনও আছিয়া খাতুন নিজ বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন। ইউএনও আছিয়া খাতুন চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ডিসেম্বরে বোয়ালখালী উপজেলার ইউএনওর দায়িত্ব নেন আছিয়া খাতুন। এর আগে তিনি চট্টগ্রামের একাধিক উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here