নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রকোপের মধ্যেও মেগা প্রকল্পে বাজেট বরাদ্দে কাটছাট হচ্ছে না। বার্ষিক উন্নয়ন কর্মসুচির পাচঁ ভাগের এক ভাগই পাচ্ছে পাঁচটি প্রকল্প। সবচেয়ে বেশি টাকা পাচ্ছে রুপপূর পারমানবিক প্রকল্প। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পদ্মা সেতুর জন্য। আর মেট্রোরেল আছে পঞ্চম অবস্থানে। কোন কোন বিশেষজ্ঞ অর্থনীতির টালমাটাল অবস্থায় এমন বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন।

২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। যা ভাগ করে দেয়া হয়েছে ১ হাজার ৫৮৪টি প্রকল্পে।

একক প্রকল্প হিসেবে পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র পাচ্ছে সর্বোচ্চ বরাদ্দ। ১৫ হাজার ৬৯১ কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে ৮৪৫ কোটি টাকা বেশি।

২০১৬ সালে শুরু এই প্রকল্পের কাজ শুরু হয়। গত ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে ২৩ শতাংশ অর্থ। শেষ হওয়ার কথা ২০২৫ এর জুনে। এই প্রকল্প শেষ হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরো ২ হাজার ৪’শ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি। তাই করোনাকালীন বাজেটে রূপপূরের জন্য বরাদ্দ না দিলেও হতো।

অবকাঠামো বিশেষজ্ঞ এম ফওজুল কবির, এই প্রকল্পে এবারের বাজেটে বরাদ্দ দেয়ার দরকার ছিল না। এখানে বরাদ্দ না দিয়ে যেগুলোতে পূর্বে কম বরাদ্দ দেয়া হয়েছে এবং যেগুলো বেশি প্রয়োজনীয় বা লাভজনক খাত সেসব জায়গায় দিলে ভালো হতো।

আগামী অর্থবছরে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে অগ্রাধিকারভুক্ত প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। চলতি অর্থবছর এ প্রকল্পে বরাদ্দ ছিলো ৫ হাজার ৩৭১ কোটি টাকা। কিন্তু পরে তা কমিয়ে ৪ হাজার কোটি টাকা করা হয়। এ পর্যন্ত এ সেতুর কাজ ৮৮ শতাংশ শেষ হয়েছে। শতভাগ শেষ হবার কথা আগামী বছরের জুনে।

সরকারের আরেক মেগা প্রকল্প মেট্রোরেল। কাজ শুরু হয় ২০১২ সালে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এ পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়ন হযেছে ৪৫ শতাংশ।

আগামী এডিপিতে এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৩৭০ কোটি টাকা। অন্যমেগা প্রকল্পের সাথে তুলনা করলে দেখা যায়, এই প্রকল্পে চলতি অর্থবছরের তুলনায় ২ হাজার ৮৪২ কোটি টাকা কম বরাদ্দ দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।

নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প পাচ্ছে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩ হাজার ৬৭০ কোটি টাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্য ২ হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প পাচ্ছে ২ হাজার ৭৪৩ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here