করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন চিকিৎসক। রাজধানীর ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জলিলুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ওই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের কর্মকর্তা খাদিজা ঝুমা বলেন, ‘অধ্যাপক জলিলুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। তিনি গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু আজ তিনি চলে গেলেন।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে বলেন, তিনি গত তিন দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। আজ চলে গেলেন।

ডা. রাহাত জানান, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here