ডা. ফেরদৌস খন্দকার কি খুনি মোশতাকের ভাগ্নে?

0
67

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে খ্যাতি পাওয়া বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চলছে। ফেসবুকে কেউ কেউ তাকে বঙ্গবন্ধুর খুনির আত্মীয় বলে প্রচারণা চালাচ্ছেন। তবে জানা তিনি বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় না, তার কোন আত্মীয় বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয়ও না।https://web.facebook.com/ferdous.khandker/posts/10163811979325441

রোববার এ নিয়ে একাধিকবার ফেসবুকে লিখেন নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার।

ডা. ফেরদৌসের একজন রোগীর প্রতিক্রিয়া।

তিনি বলেন, আমার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। কুমিল্লায় বাংলাদেশের অসংখ্য মানুষের বাড়ি। কুমিল্লা বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা। কুমিল্লায় বাড়ি হলেই কেউ খুনি মোশতাকের ভাতিজা কিংবা কর্নেল রশিদের খালাতো ভাই হয়ে যায় না।

আমি স্পষ্ট করে বলছি, এই দুই খুনির সাথে আমার পারিবারিক কিংবা আদর্শিক কোন সম্পর্ক নেই। বরং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি তাদেরকে চরম ঘৃণা করি। ফলে যারা এই খারাপ কথাগুলো ছড়াচ্ছেন, বলছেন, তাদের উদ্দেশ্য পরিস্কার; ভালো কাজে বাধা দেয়া। এটা অন্যায়। আমি তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। সেই সাথে প্রমাণের জন্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। যদি মনে করেন আমার সেবা আপনাদের দরকার, তাহলে পাশে থাকুন।

চট্টগ্রাম মেডিকেক কলেজের সহপাঠির প্রতিক্রিয়া

এরআগে অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, জানিনা কেন আমাকে নিয়া এসব অপপ্রচার চলছে। আমি বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় না, আমার কোন আত্মীয় বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় না। আমি এমপি বা মিনিস্টার হতে আসিনি, আমি চেয়েছি বাংলাদেশের মানুষকে সেবা করতে। আমার শিক্ষা এবং মেধা মানুষের কাজে লাগাতে। সেটা যদি অপরাধ হয় আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে আমাকে অপমান করবেন না। এটা আমার প্রাপ্য না।

উল্লেখ্য, গত মার্চ মাসে নিউ ইয়র্কে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে অনেক চিকিৎসক চেম্বার বন্ধ রাখেন। সেখানে ব্যতিক্রম ছিলেন ডা. ফেরদৌস। সেই দুঃসময়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন। চেম্বার খোলা রেখে করোনা আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। এখন বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের মানুষের সেবা করতে তার দেশে আসার সিদ্ধান্ত বলে জানান তিনি। খবর নাগরিক টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here