ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী, ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান কর্তা হলে, স্পট ফিক্সিংয়ের দায়ে নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আবেদন করবেন পাকিস্তানের লেগ-স্পিনার দানেশ কানেরিয়া।
ভারতের একটি টিভি চ্যানেলকে এমন কথা বলেন কানেরিয়া। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গাঙ্গুলীর কাছে আবেদন করব এবং আমি নিশ্চিত, আইসিসি সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে।’
গাঙ্গুলীর প্রতি অগাধ বিশ্বাস থেকেই এমন চিন্তা এসেছে কানেরিয়ার। আইসিসির সভাপতি হবার যোগ্যতা গাঙ্গুলীর আছে বলে মনে করেন তিনি, ‘আইসিসিরি প্রধান পদের জন্য আদর্শ প্রার্থীদের একজন গাঙ্গুলী। অসাধারণ একজন ক্রিকেটার ছিরেন। তিনি সবকিছুর তারতম্য বুঝেন। আইসিসির সভাপতি পদের জন্য তার চেয়ে ভালো আর কোন প্রার্থী হয় না।’
গাঙ্গুলী আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবেন বলে মনে করেন কানেরিয়া।
তিনি বলেন, ‘ভারতকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন গাঙ্গুলী। পরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি সামনের দিকে তা টেনে নিয়ে গেছেন। বর্তমানে বিসিসিআিই’র সভাপতি গাঙ্গুলী, আমি বিশ্বাস করি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাবেন তিনি।’
আইসিসির সভাপতি হতে গাঙ্গুলীর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন প্রয়োজন নেই মনে করেন কানেরিয়া।
তিনি বলেন, ‘আইসিসি সভাপতি হবার যোগ্যতা আছে গাঙ্গুলীর। আমি মনে করি না, গাঙ্গুলীর পিসিবির সমর্থনের প্রয়োজন রয়েছে।’
২০১২ সালে ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন কানেরিয়া। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে দোষ স্বীকার করেন ৩৯ বছর বয়সী কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১ উইকেট ও ১৮ ওয়ানডেতে ১৫ উইকেট শিকার করেন কানেরিয়া।