ডেস্ক রির্পোট: মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবার মারা গেছেন রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে বাড্ডার এ এম জেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সী এই চিকিৎসক।
ইসলামী ব্যাংক হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের এখানে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই তার মৃত্যু হয়।’
প্রসঙ্গত, ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।