নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগীয় তথ্য মন্ত্রণালয়ের সিনিয়ার অফিসার আমিরুল আজম। করোনা পজেটিভের ফলাফল আজ শুক্রবার পাওয়া যায়। রাতে তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
জানা যায়, আমিরুল আজম তার স্ত্রী সালমা আহমেদ লিপি ও ছেলে সাফওয়ান আজমের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। করোনায় আক্রান্তদের তেমন কোন উপসর্গ নেই ।
এদিকে আজ দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরো ৩০ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬০ হাজার ৩৯১।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮২৮ জন। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৮১১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০৪ জনে।