ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন খারিজ

0
49

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় কারা অধিদপ্তর থেকে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সে বজলুর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেসবাউল ইসলাম আসিফ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারা অধিদপ্তর থেকে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

এর আগে গত বছরের ২০ অক্টোবর সেগুনবাগিচা এলাকা থেকে ঘুষ লেনদেনের অভিযোগে বজলুর রশিদকে গ্রেপ্তার করে দুদক।

অভিযোগ থেকে জানা যায়, বজলুর রশিদের বিরুদ্ধে তিন কোটি আট লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here