নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাসরিন সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোড আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। তাঁর করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গতকাল শনিবার ওই আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী একুশে টিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রাব্বানী বলেন, করোনায় আক্রান্ত হওয়া স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সেই অধ্যাপক পরিবারসহ উত্তর ফুলার রোড আবাসিক এলাকায় নিজের কোয়ার্টারেই থেকে চিকিৎসা নিচ্ছেন। এ সময় ওই আবাসিক এলাকাটি লকডাউন থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে কাউকে না আসার অনুরোধ জানান।