আগামীকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

0
26

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল সোমবার সকাল থেকে শুরু হবে দূরপাল্লার বাস চলাচল। একই সঙ্গে গণপরিবহন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। আজ রোববার বেলা সাড়ে ১১টার এ তথ্য জানিয়েছেন তিনি।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আগামীকাল সকাল থেকে ঢাকাসহ সব স্থানের গণপরিবহন চালু হবে। এ ছাড়া দূরপাল্লার বাস চলাচলও আগামীকাল সকাল থেকে শুরু হবে। এখন পর্যন্ত আমাদের সেই ধরনের চিন্তা-চেতনা বা সিদ্ধান্ত রয়েছে।’

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তাহসিনা আরিফ বলেন, ‘ঢাকার বাইরে থেকে কোনো দূরপাল্লার বাস এখন পর্যন্ত রাজধানীতে ঢোকেনি। গণপরিবহন আগামীকাল থেকে চালু হবে। কিন্তু দূরপাল্লার বাস কখন থেকে চলবে, সে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

তাহসিনা আরিফ আরো বলেন, ‘দূরপাল্লার বাস ও গণপরিবহন এখনো চালু না হলেও অফিস-আদালত খোলায় প্রাইভেট ট্রান্সপোর্ট বেড়েছে। না বাড়ারও কোনো কারণ নেই। মানুষকে অফিস করতে হলে যাতায়াত তো করতেই হবে। দেখা যাক, আগামীকাল থেকে পরিস্থিতি কেমন হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here