করোনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু

0
42

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মো. ইমামুল কবীর  শান্ত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা , সফল  উদ্যোক্তা,   শিক্ষানুরাগী  এবং আমার দীর্ঘদিনের  সুহৃদ ।  তাঁর  মত ব্যক্তিত্বের  মৃত্যু জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। উচ্চশিক্ষার প্রসার এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।
  
উল্লেখ্য,  বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত  আজ সকালে  সম্মিলিত সামরিক  হাসপাতালে ইন্তেকাল করেছেন । তিনি ছিলেন  শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here