চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল

0
27

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নারায়ণগঞ্জের পর করোনার নতুন হটস্পট চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার মধ্য রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২শ’ জন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল।

বুধবার চট্টগ্রামের চারটি ল্যাবে ৬০২টি নমুনা পরীক্ষায় ২১৫ জনের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ১৮২ জন চট্টগ্রাম মহানগরীর এবং বাকি ৩৩ জন বিভিন্ন উপজেলার।

এর আগে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) , চট্টগ্রাম মেডিকেল কলেজ , চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৬১ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। ২৭ মে পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ২ রোগীর মধ্যে ১৭৪১ জন চট্টগ্রাম মহানগরীর এবং বিভিন্ন উপজেলায় ৪৫৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here