করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক

0
0

ডেস্ক রির্পোট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিই বাংলাদেশ ব্যাংকের প্রথম কর্মকর্তা, যিনি করোনায় মারা গেলেন।

রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (কন্টোল রুমের প্রধান) তারিক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রিজেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।’

এর আগে করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাতজন কর্মকর্তা মারা যান। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শিল্পপতি এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদ আলম।

দেশে এখন পর্যন্ত প্রায় ৬০ জনের মতো ব্যাংকার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৩০ জন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here