রোববার থেকে সৌদি আরবে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

0
23

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী রোববার থেকে সৌদি আরবে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল (ডমেস্টিক ফ্লাইট)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

দেশটিরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে প্রতিদিন ৬০ টি ফ্লাইট চালু করা হবে।

জিএসিএ জানিয়েছে, পুনরায় বিমান চলাচল কার্যক্রম শুরুর জন্য সব পূর্বপ্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। সৌদির বিমানবন্দরগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ভ্রমণে নিষেধাজ্ঞা, মসজিদে নামাজ আদায়, সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কর্মক্ষেত্রে ৩১ মে’র মধ্যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ৪১১ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৪৫০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here