মুন্সিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

0
23

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিন শ্রমিক নিহত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত আরো ৭ জন। নিহতরা হলো- মো. রাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)।

আজ বুধবার সকালে, চরবাউশিয়া এলাকার মেঘনা-গোমতী সেতুর ঢালে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। তারা কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকামুখী একটি মাইক্রোবাস মেঘনা-গোমতী সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।

আহত সাতজনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here