নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশসহ ১১টি দেশ ভ্রমণ করেছেন, তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।নতুন করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়ালো দেশটি।অন্য দেশগুলো হল- আফগানিস্তান, আর্জেন্টিনা,এর সালভাদর, ঘানা,গিনি,ভারত, কিরঘিজস্তান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং তাজিকিস্তান।
বিদেশি যারা দুই সপ্তাহের মধ্যে এসব দেশে অবস্থান করেছেন, তাদেরকে জাপানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালায়।২৭ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ নিয়ে মোট ১১১টি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল জাপান। নিষেধাজ্ঞার তালিকায় চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সব দেশ রয়েছে।চীনের হুবেই অথবা ঝেজিয়াং প্রদেশ থেকে চীনা পাসপোর্টধারী বিদেশি এবং নতুন ভাইরাসের সংক্রমণে কবলে পড়া ওয়েস্টারডাম জাহাজে যারা ভ্রমণ করেছেন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।