বিনোদন ডেস্ক: ঈদ উৎসবের জাতীয় সংগীত বলা হয় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটিকে। সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরেই টেলিভিশন ও রেডিওতে চলতে শুরু করে কাজী নজরুল ইসলামের লেখা তুমুল শ্রোতাপ্রিয় এই গান। বাংলাদেশে এটি রেওয়াজে পরিনত হয়েছে। আর প্রতিবারই ভিন্ন আমেজে গানটিকে পরিবেশন করে চ্যানেল আই।
কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। দ্বারপ্রান্তে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।
ঘরে থেকেই ভিন্ন সংগীতায়োজনে জনপ্রিয় ২৬ জন শিল্পী অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘রমজানের ঐ রোজার শেষে’ গান ভিডিওতে। ঈদুল ফিতরে চাঁদ দেখা যাওয়া মাত্রই চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিখ্যাত এই নজরুল সংগীতটি।
প্রতিবারের মতো এবারও নতুন আয়োজনে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির নির্মাণ ও তত্ত্ববধানে ছিলেন অনন্যা রুমা। তার প্রযোজনায় ও নির্দেশনায় ২০০৮ সালে থেকে চ্যানেল আইতে রমজানের ঈদ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সংগীতায়োজনে গানটি পরিবেশিত হয়ে আসছে।
তবে এবার করোনাকালের এই সংকটসময়কে মাথায় রেখে গানটিতে নতুনত্ব যুক্ত হয়েছে বলে জানিয়েছেন অনন্যা রুমা। তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববাসী ক্রান্তিকাল পার করছে। তবু আমরা বিশ্বাস করি, আলো সরিয়ে দেয় অন্ধকারকে, আর আনন্দ সরিয়ে দেয় বেদনাকে!’
সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির আগে নজরুল ইসলামের ‘নাই হ’ল মা বসন ভূষণ এই ঈদে আমার’ গানটিকেও যুক্ত করা হয়েছে বলে জানান অনন্যা রুমা।
সুজন আরিফের সংগীতায়োজনে ২৬ জন শিল্পী নিজ ঘরে থেকে গানে কণ্ঠ ও ভিডিও ধারণ করে পাঠিয়েছেন বলে জানান রুমা। এবার যারা কণ্ঠ দিলেন তারা হলেন: রফিকুল আলম, আবিদা সুলতানা, ডালিয়া নওশিন, সাজেদ আকবর, সালমা আকবর, এস. আই. টুটুল, মেহরীন, রিজিয়া পারভীন, শিমুল, তানভীর আলম সজীব, টিপু, রুমানা ইসলাম, সুজন আরিফ, অপু আমান, বাদশা বুলবুল, রাফসান মান্নান, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী, কোনাল, প্রমি, জয় শাহরীয়ার, নাজু আকন্দ,সাব্বির, রায়হান, মেহেদী ও বৃষ্টি ।
নতুন সংগীতায়োজনে চ্যানেল আইয়ে প্রচারিত ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটি এখন পর্যন্ত গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, তপন মাহমুদ, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, লিলি ইসলামসহ আরো অনেকে।
সংগীতায়োজনেও প্রতিবছর ভিন্নতা আনা হয়। ইবরার টিপু থেকে শুরু করে বিভিন্ন সময়ে ‘রমজানের ঐ রোজার শেষে’র সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, জাহাঙ্গীর সাঈদ, এসআই টুটুল ও আইয়ুব বাচ্চুর মতো মিউজিশিয়ানরা। সর্বশেষ গেল বছরে গানটির নতুন সংগীতায়োজনে ছিলেন ফিডব্যাক-এর ফুয়াদ নাসের বাবু।