বিনোদন ডেস্ক: গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।
এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
থাকছে বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্পেশাল! তাঁর নির্মিত ৩টি টেলিছবি এবং ২টি নাটক থাকছে এবার ঈদে। তারমধ্যে ঈদের দিনেই থাকছে বহুল প্রশংসিত ‘আয়েশা’ ও ‘তালপাতার সেপাই’।
আয়েশা: আনিসুল হকের উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন ‘আয়েশা’। নাটকে কেন্দ্রীয় আয়েশা চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। নাটকে তার স্বামী জয়নালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
তালপাতার সেপাই: রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘তালপাতার সেপাই’। গীতালি হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী ও শিরিন আলম।