স্পোর্টস ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিসিবি পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় দু-দিন আগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাতে রিপোর্টে শফিউলের করোনা শনাক্তের খবর জানা যায়।
করোনা পজেটিভ হলেও কোন অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজের পরিবারের সঙ্গেই আছেন শফিউল। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সিলেট থেকে শফিউল মুঠোফোনে জানিয়েছেন, ‘আমার গতকাল রিপোর্ট দিয়েছে। সেখানে করোনা পজেটিভ এসেছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এক সপ্তাহ আগে একটু জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে চলছিলাম। এরপর জ্বর কমে যায়। তারপরও পরীক্ষা করি। আমার এখন কোন লক্ষণ নেই। জ্বরও নেই।’
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হন।