বিশ্বজুড়ে করোনায় সোয়া ৩ লাখ প্রাণহানি

0
22

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আঘাতে দিশেহারা ইউরোপ, আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশ। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৯ লাখ ৮৮ হাজার ৯৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ হাজার ৮১৩ জন। প্রাণ হারিয়েছেন নতুন করে ৪ হাজার ৫৮৯ জন। এ নিয়ে করোনায় বিশ্বে ৩ লাখ ২৪ হাজার ৫৫৪ জনের মৃত্যু হলো। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

করোনা মরণ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে, যা এখনও অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন মানুষের দেহে থাবা বসিয়েছে করোনা। এর মধ্যে ২৪ ঘণ্টায় শিকার হয়েছেন ২০ হাজার ২৮৯ জন মার্কিনী। নতুন করে প্রাণ গেছে আরও ১ হাজার ৫৫২ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯৩ হাজার ৫৩৩ জন মানুষের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায় করোনার শিকার প্রায় ৩ লাখ। সে তুলনায় প্রাণহানি অনেকটা কম পুতিনের দেশে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। আর এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৭ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৭৮ হাজার ৮০৩ জন। এর মধ্যে মারা গেছেন দেশটির ২৭ হাজার ৭৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৯ জনের।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে নতুন করে ১৬ হাজার ৫১৭ জন করোনার শিকার হয়েছেন। এতে আক্রান্ত বেড়ে ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও এক হাজার ১৩০ জনের। এ নিয়ে সেখানে ভাইরাসটির আঘাতে মৃতের প্রায় ১৮ হাজার।

যুক্তরাজ্যে আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জনে। প্রাণহানি ৩৫ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। যা করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪৫ জনের।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩২ হাজার ১৬৯ জনের। আক্রান্ত ২ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬২ জনের।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ সাড়ে ৬ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৩ হাজার ৩০২ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী মঙ্গলবার পর্যন্ত করোনার শিকার ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ প্রায় ৫ হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here