ফের বিতর্কে নোবেল

0
0

বিনোদন ডেস্ক: দেশিয় সঙ্গীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে ফের বিদ্রুপের মুখে পড়েছেন আলোচনা-সমালোচনায় থাকা শিল্পী মাঈনুল আহসান নোবেল। ২০২০ সালে মিউজিক কীভাবে করতে হয়, লিজেন্ডারি শিল্পীদের শেখাতে চেয়েছেন তিনি!

মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক হ্যান্ডেলে নোবেল লেখেন-
‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই।
তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner)
আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)
থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।
ইতি
নোবেল’

তার এই পোস্টের পর অসংখ্য মানুষ সেখানে কমেন্ট করে। কমেন্টকারী সকলেই সেখানে নোবেলের ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তোলেন।

এ ছাড়া ফেসবুকে আরও একটি পোস্ট করেছেন উঠতি এ সঙ্গীত শিল্পী। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন-
‘আগের বার controversy তে ১ মিলিয়ন হয়েছিলো।
দেখি এইবার ২ মিলিয়ন হয় নাকি! সাব্সক্রাইব করে সাথে থাকুন! শিঘ্রই রিলিজ হচ্ছে #Tamasha ♥️
ইতি
নোবেল’

এর আগেও নানা ধরনের মন্তব্যের জন্য সমালোচনার মুখোমুখি হতে হয় নোবেলকে। গোপালগঞ্জ জন্ম নেওয়া নোবেল বছর খানেক আগে জাতীয় সংগীত নিয়ে বিরূপ মন্তব্য করে নিন্দার মুখে পড়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here