নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের চীফ মেডিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক ডাক্তার আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে করোনায় মোট চারজন চিকিৎসকের মৃত্যু হলো।
গতকাল রাত দশটার সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়। এফডিএসআর এর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
ডাক্তার আজিজুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় রেখে গেছেন।
ডাক্তার আজিজুর রহমান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা শেষে তিতাস গ্যাস কোম্পানিতে যোগদান করেন।