নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিনবঙ্গের ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। আজ সোমবার বেলা বাড়ার সাথে বেড়েছে দক্ষিণবঙ্গগামী ছোট ছোট গাড়ির চাপ। শত শত লোক ফেরিতে গাদাগাদি করে পার হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে ঘাট কতৃপক্ষ।
সকালে শিমুলিয়া ঘাটে শত শত লোক ছুটছে দক্ষিণবঙ্গের দিকে ছুটতে দেখা গেছে। ফেরির অপেক্ষায় পল্টুনের উপর দাঁড়িয়ে আছে হাজারো লোক। যখনই কোন ফেরি আসছে, তখনই লোকজন হুমড়ি খেয়ে ছুটছে ফেরিতে উঠতে। গাদাগাদি করে তারা ফেরিতে দাঁড়িয়ে পদ্মা পারি দিচ্ছে।
একদিকে দক্ষিনবঙ্গের ২৩ জেলা থেকে শিমুলিয়াঘাটে ছুটে আসছেন শত শত যাত্রী। অন্যদিকে থেকে দক্ষিনবঙ্গের ঘরমুখো যাত্রীদের উপচেপরা চাপ দেখা গেছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই ঈদকে সামনে রেখেই মুলত শিমুলিয়াঘাটে দক্ষিনবঙ্গের ঢাকামুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ঘাট এলাকায় সকাল থেকে ৪-৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে পারাপারের অপেক্ষায় থাকা প্রাইভেটকার, মাইক্রো ও মোটর সাইকেল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে শত শত ছোট ছোট যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩ টি ফেরী চালু রয়েছে।
লোকজনের চাপ এতোটাই বেশী যে, গাড়ি পর্যন্ত ঠিকমত ফেরিতে উঠতে পারছিল না। বাস বন্ধ থাকায় ঢাকা থেকে যাত্রীরা মাইক্রো বাস, প্রাইভেটকার, লেগুনা, মোটর সাইকেল ও উবারের অফলাইনের গাড়িতে করে শিমুলিয়া ঘাটে আসছে। আর শিমুলিয়া ঘাটে লঞ্চ সিবোট বন্ধ থাকায় যাত্রীরা পার হচ্ছে ফেরিতে। তাই দক্ষিণবঙ্গ মুখী গাড়ির লাইন দীর্ঘ থেকে আরো দীর্ঘায়িত হচ্ছে।