নিজস্ব প্রতিবেদক: মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য। তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। আজ সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশলাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশলাইন্স হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার।
তিনি জানান, সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে ৯ পুলিশ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
এর আগে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, জালাল উদ্দিন খোকা (৪৭), নঈমুল হক (৩৮) করোনার লড়াইয়ে প্রাণ হারান।
এছাড়া গতকাল রোববার প্রাণঘাতি করোনা প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা পুলিশের নতুন করে ২৪১ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।
জানা গেছে, আক্রান্তরা অধিকাংশই মাঠপর্যায়ের পুলিশ সদস্য। যেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) এক হাজার ৪১ সদস্য। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৬১ পুলিশ সদস্য।
করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।