ঢাকায় প্রবেশ-প্রস্থান ঠেকাতে আরও কঠোর হলো ডিএমপি

0
21

ডেস্ক রির্পোট : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আরও কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি বলেছে, কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে পারবেন না।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তবে ডিএমপির নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত সব যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
ডিএমপির এ নতুন নির্দেশনা অনুযায়ী, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here