ডেস্ক রির্পোট: চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটসহ ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর একজন স্টাফ রিপোর্টার ও জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শনিবার ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাবে ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন চট্টগ্রামের বাসিন্দা।
একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে শনাক্ত হওয়া ৩৮ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষিত ১৮৩ টি নমুনার ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন চট্টগ্রামের বাসিন্দা।
বন্দরনগরীতে এ পর্যন্ত ৭১৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩২ জন।