বরিশালে করোনা ইউনিটে মুক্তিযোদ্ধার মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। ওই মুক্তিযোদ্ধার বাড়ি বরগুনার বামনা উপজেলার বড় বাইজোড়া গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার ওই রোগী মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বৃহস্পতিবারই মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। তবে পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।

এদিকে, বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জনের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। তাদের মধ্যে একজন নারী কনস্টেবল রয়েছেন। তার বয়স ২২ বছর।

বাকি নয়জনের বয়স যথাক্রমে ৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯ বছর। এছাড়া আগৈলঝাড়া উপজেলার একজন পুরুষ (৩৫) এবং নগরীর পুরুষ (৪২) কোভিড-১৯ পজিটিভ।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২৫ জন নারী এবং ৪৬ জন পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স বয়সী ৭ জন, ২০ থেকে ৫০ বছর বয়সী ৫১ জন, ৫০-এর বেশি বয়সী ১৩ জন।

এদিকে, এ পর্যন্ত জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত নয়জন চিকিৎসক, ছয়জন নার্স, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও দুইজন টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here