মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে। মানুষের ঢলের লাগাম যেন টেনে ধরে রাখা যাচ্ছেই না। ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা। আজ বুধবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এ রুটে দিনে ৮টি ফেরি ও রাতে ১২ টি ফেরি চলছে।
এসব তথ্য দিয়ে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, এখনো ঘাটে কমপক্ষে দেড় শতাধিক ছোট গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল কবীর জানান, যাত্রীরা নিয়মিত ফেরি পার হচ্ছে। তাদের মধ্যে বেশীর ভাগ ঢাকামুখী। তবে, দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে অনেকে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।