শিক্ষা উপমন্ত্রীর মা-ভাইসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

0
28

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত। পুত্র সালেহীনের করোনা পজেটিভের পর চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে পরিবারের আরও ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

হাসিনা মহিউদ্দিনের মেয়ের জামাতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (১০ মে) রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

পজেটিভ রিপোর্ট আসার পর তাকে নগরীর চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়ে। এর পর ১১ মে ঢাকা আর চট্টগ্রামের পরিবারের সবার করোনা পরিক্ষা করা হয়। আজ মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে শিক্ষা উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, ড্রাইভার, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সালেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুড়-শাশুড়ীসহ সবার পরীক্ষায়ও নেগেটিভ আসে।

এছাড়া চট্টগ্রামের বিআইটিআইডিতে তাদের বাসার আট জনের পরীক্ষা করতে দেয়া হয়। মঙ্গলবার রাতে তাদের রিপোর্টে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তার মধ্যে হাসিনা মহিউদ্দিনসহ ২ জন গৃহপরিচারিকা বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here