নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের দু’বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোনে আলাপকালে এসব জানান আব্দুল মোমেন।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গার্মেন্ট খাতে ক্রয়াদেশ বাতিল না করতে মার্কিন সরকারের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সহকারি।
এছাড়াও বাংলাদেশে অবস্থারত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।