করোনায় বিশ্বে মৃত্যু প্রায় তিন লাখ

0
20
A member of the medical staff comforts a patient infected by the novel coronavirus at the COVID-19 division at the ASST Papa Giovanni XXIII hospital in Bergamo, on April 3, 2020. - Italy's three-week lockdown to stop the spread of COVID-19 has been extended through at least mid-April and its economy is expected to suffer its biggest peacetime shock since World War II. (Photo by Piero CRUCIATTI / AFP)

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বে একদিনে আরো ৫ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে প্রাণহানি ২ লাখ ৯২ হাজার ৮৯৩ জন। আক্রান্ত হয়েছে সাড়ে ৪৩ লাখ মানুষ। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ লাখের বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে ১৬শ’ ২০জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৪২৫ জনে। আর আক্রান্ত হয়েছে ১৪ লাখ।

তবে, ইউরোপ জুড়েই কমেছে প্রাদুর্ভাব, বেড়েছে দাক্ষিণ আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে। ব্রাজিলে নতুন ৭৭৯ জনসহ প্রাণহানি ১২ হাজার চারশতাধিক। সংক্রমন ও মৃত্যু বেড়েছে মেক্সিকো, চিলি ও পেরুতেও।

এদিকে, ভারতে ১২১ জনসহ প্রাণহানি ২৪শ’ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ২৯২ জন। এছাড়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরেও বেড়েছে প্রাদুর্ভাব। ভ্যাকসিন আবিস্কার না হওয়া পর্যন্ত করোনা চিকিৎসায় হার্ড ইমিউনিটি থেরাপি কোন কাজে আসবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া, করোনার পরবর্তী নতুন কেন্দ্র এশিয়া হতে পারে বলেও জানিয়েছে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েসাস। বিভিন্ন দেশে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে লাখো মানুষের প্রাণহানিও আশঙ্কা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here